View Question 1396 views

Subject : আশাশুনী উপজেলার শ্রীউলা ইউনিয়ন এর কাঁকড়াবুনিয়া গ্রামে বিদ্যুৎ দেওয়া প্রসঙ্গে

Avatar

Written By : Manos Kumar Mondal

বরাবর

মাননীয় সংসদ সদস্য জনাব ডা. আ, ফ, ম, রুহুল হক,

আমাদের গ্রামের বাড়ি কাকড়াবুনিয়া, শ্রীউলা ইউনিয়ন, আশাশুনি উপজেলার অন্তর্ভুক্ত । গ্রামের একমাত্র সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ অর্ধেক এলাকায় বিদ্যুৎ দেওয়া হয়নি অজানা কারনে। আপনার প্রতিশ্রুতি সত্ত্বেও অজানা কারনে  সম্পুর্ন গ্রামে বিদ্যুৎ না দিয়ে সামান্য অংশে বিদ্যুৎ দিয়েছে। কাঁকড়াবুনিয়া গ্রামের একমাত্র সরকারী প্রাথমিক বিদ্যালয়টাও বিদ্যুৎ বঞ্চিত এবং রাস্তাঘাট কাঁচা। সেজন্য বর্ষাকালে প্রচুর কাঁদায় ছেলে মেয়েদের কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে স্কুলে আশা যাওয়া কঠিন হয়ে যায়। তাই মাননীয় এমপি মহোদয়ের নিকট আকুল আবেদন , সম্পুর্ন কাঁকড়াবুনিয়া গ্রামে বিদ্যুৎ দিয়ে এবং পাকা রাস্তা করে আধুনিক জীবন এবং ডিজিটাল শিক্ষার আলো  জ্বালার সুযোগ দেবেন। 

  ধন্যবাদ

বিনিত নিবেদক

প্রকৌশলী মানস মন্ডল

ক্যাপেল শিপইয়ার্ড,  সিংগাপুর

(বর্তমানে কানাডায় উচ্চ শিক্ষায় অধ্যায়নরত)   

#রেফারেন্সঃ আগের প্রতিশ্রুতির ভিডিও  

 https://youtu.be/x_bPUhKXMb0