অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাতক্ষীরা। যেখানে শুয়ে আছেন আমাদের পরম শ্রদ্ধেয় হযরত খান বাহাদুর আহছানউল্লাহ। সবুজের এই পবিত্রভূমিতে উৎপন্ন হচ্ছে সাদা স্বর্ণ চিংড়ি, ইউরোপ বিখ্যাত আম সহ অনেক ফল ফসলাদি। সাতক্ষীরা - ৩ আসনের অন্যতম প্রধান সমস্যা রাস্তা। দেবহাটার ১নং ইউনিয়িন কুলিয়া থেকে শুরু করে হাদিপুর পর্যন্ত প্রধাণ সড়কটি দিয়ে ঢাকা, খুলনা ,যশোর , রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, সিলেট, চট্টগ্রাম, বরিশাল সহ দেশের অন্যান্য স্থান থেকে শ্যামনগর কালীগঞ্জ গামী শত শত বাস ও মিনিবাস চলাচল করে। রাস্তাটির টেকসই সংস্কার না হওয়ার দরুন যেমন সংস্কার ব্যয় বাড়ছে তেমনি স্থায়িত্ব কমছে নতুন করে সংকৃত সড়কটির আর বাড়ছে ক্রমাগত দুর্ঘটনা। তাই এই সুন্দরবনগামী প্রধান সড়কটির যথাযথ টেকসই সংস্কার ও প্রস্থ বাড়ানো দরকার।
অন্যদিকে, প্রকৃতির অপার সৌন্দর্য ভারত- বাংলাদেশ সীমানাঘেষা ইছামতি নদী। এই নদীর তীর ঘেষে হাজারও মানুষের বসবাস। খানজিয়া, নওয়াপাড়া, নাংলা, বসন্তপুর, দেবহাটা, সুশীলগাতি, শ্রীপুর, ভাতশালা সহ খানজিয়া হাইস্কুল, নওয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা, দেবহাটা বিজিবি ক্যাম্প, মডেল থানা, উপজেলা ও শত বছরের ঐতিহ্য দেবহাটা মডেল স্কুল এবং সর্বশেষ রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র যা দেবহাটা উপজেলা পরিষদ ও সাতক্ষীরা জেলা প্রশাসক এর কার্যালয়ের অধীনে, এই নদীর তীরে অবস্থিত। বর্ষাকালে এই নদী ভাঙ্গন শুরু হয় যাতে অনেক এলাকা আগেও প্লাবিত হয়েছে। নদী কেন্দ্রিক হাজারো মানুষের জীবন জীবিকা চলে। তাই মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় স্যারের কাছে এই এলাকার টেকসই অর্থনীতির জন্য টেকসই বাঁধ প্রয়োজন।