View Question 2701 views
Subject : Electricity In Kakrabunia @Sriula union,Ashashuni
Written By : Manos Mondal
Dear Sir, I am a Engineer.Presently working in Singapore. My area is Ashashuni upozila,Sriula union,Kakrabunia village.I want to know that if you have any plan to give connection electricity in our area like Kakrabunia,Baliakhali,Kolimikhali,Gazipur under Sriula union @Ashasuni upozila? My father established a primary school in kakrabunia village which is now already govt.primary school. But there is no Break road and no electricity. Everybody ssuffered a llot.Do you have any plan to give these area electricity and proper break road?
Regards,
Manos Mondal Engineer Keppel Shipyards
Singapore
Written By : Dr. A.F.M. Ruhal Haque -আ, ফ, ম, রুহুল হক
২০১৮ সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ প্রদানের সরকারি লক্ষ্যমাত্রার অংশ হিসেবে আশাশুনি, দেবাটা, কালীগঞ্জ সহ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাঃ এ এফ এম রুহুল হক। আশাশুনি উপজিলার, সিঙ্গাপুর প্রবাসী, মানস মন্ডল এর করা এক প্রশ্নের জবাবে এমপি রুহুল হক এ কথা বলেন।
এমপি রুহুল হকের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর জাহিদ হাসান।