View Question 3180 views

Subject : গোড়াপদ্দা পর্যটন কেন্দ্র স্থাপন বিষয়ে

Avatar

Written By : Zahidul Islam Rana Biswas

জনাব,

 সালাম নিন।  আমি আপনার বরগুনা সদর উপজেলার ,১০ নং নলটোনা ইউনিয়ন  থেকে বলছি। আপনি হয়ত জানেন আমাদের ইউনিয়নের মানুষের এখন একটাই দাবি আপনার কাছে। সেটা হল গোড়াপদ্দা পদ্মা পর্যটন  কেন্দ্র ।

জনাব আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করছি,আমাদের ইউনিয়নের প্রাকৃতিক​ সৌন্দর্য হারাতে দেবেন না আপনি। এখানে প্রতিদিন হাজারও মানুষ আসে আমাদের পর্যটন কেন্দ্রে ভ্রমন করতে। তাদেরও দাবি এটি যদি সরকারি ভাবে তদারকি করা হয় তাহলে এখানে দিনদিন পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পাবে।

তাই আপনার নিকট আমার  প্রশ্ন: 

১)গোড়া পদ্মা পর্যাটন কেন্দ্র রক্ষায় সরকারের পদক্ষেপ কি?

২)পর্যটন সুবিধা বৃদ্ধি করতে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কি না?

বিনীত নিবেদক,                                                  

জাহিদুল ইসলাম রানা বিশ্বাস       

১০ নং নলটোনা ইউনিয় বাসীর পক্ষ থেকে।

Avatar

Written By : Dhirendro Debnath Shambhu -ধীরেন্দ্র দেবনাথ শমভু

Public

গোড়াপদ্দা পর্যটন কেন্দ্র স্থাপন বিষয়ে করা এক প্রশ্নের উত্তর দেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু। প্রশ্নটি করেন বরগুনা উপজেলার নলটোনা ইউনিয়নের জাহিদুল ইসলাম রানা বিশ্বাস। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি ধীরেন্দ্র দেবনাথ এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এ্যাম্বেসেডর মোঃ রুবেল।