আমি মোঃ মাসুদ, পটুয়াখালী পৌরসভা সংলগ্ন চর জৈনকাঠী গ্রামের ৫ নং ওয়ার্ড এর বাসিন্দা। আমাদের অত্র এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে (জৈনকাঠী মাধ্যমিক বিদ্যালয়) আমাদের ৫ নং ওয়ার্ড থেকে ৪ নং ওয়ার্ড, ৩ কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রতিদিন প্রায় দুই শতাধিক ছাত্র/ছাত্রী স্কুলে পড়াশুনার জন্য যাতায়াত করে। রাস্তাটি এমনিতেই মাটির রাস্তা, তারপর যানবাহন চলাচলের অযোগ্য বর্ষা মৌসুমে রাস্তাটি হয়ে যায় আরো বেহাল অবস্তা। ছেলেমেয়েদের পিঠে বই-পুস্তকের বোজা বহন করে তাদের স্কুলে যেতে কি পরিমাণ কষ্ট হয় তা আর বোঝার বাকী থাকেনা। বর্ষার মৌসুুমে ছাত্রছাত্রীদের স্বাভাবিক ভাবেই হাঁটতে কষ্ট হয় তারউপর ৮-৭ খানা বড় বড় বই নিয়ে হেটে স্কুল পর্যন্ত যেতে যে কি পরিমাণ কষ্ট হয় তা আপনিই বুজতে পারছেন। আমার এলাকায় আর একটি পাকা রাস্তা আছে এল.জি.ই.ডি আওতাদীন তা নাম মাত্র পাকা। মননীয় এমপি মহদায় যদি আমাদের স্কুলে যাওয়ার এই কাঁচা রাস্তার দিকে সুদৃষ্টিতে তাকাতেন, রাস্তাটি পাকা করার ব্যবস্থা করে দিতেন আমাদের গ্রামের মেধাবী ছেলে মেয়েরা বর্ষার মৌসুমে নিয়মিত স্কুলে স্বাদছন্দ মত যেতে পারত। আর আমাদের গ্রাম অধুনিতার ছোঁয়া পেত।