View Question 3511 views

Subject : মাদকের ভয়াবহতা ও মাদক প্রতিরোধে মাননীয় চিফ হুইপ মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি

Avatar

Written By : Md. Aminul islam

মাননীয় সাংসদ,

আসসালামুয়ালাইকুম। আমি আপনার সংসদীয় এলাকার একজন ভোটার। সবিনয় নিবেদন এই যে বর্তমান সময় মাদকের অধিক সহজলভ্যতা  যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। হাতবাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক নামক বিষ।এর বিরুদ্বে প্রশাসনের তৎপরতাও খুব একটা দৃশ্যমান নয়।যদিও মাঝে মাঝে দুএকজনকে আটকের কথা শোনা যায় কিন্তু আইনের ফাক-ফোকর আর ক্ষমতার জোরে তারা বেড়িয়ে এসে আবার পুরনো ব্যবসায় জড়িয়ে পড়ে। বর্তমানে মাদকের বিরুদ্বে চিরুনি অভিযানের পাশাপাশি দরকার জনসচেতনা মুলক কর্মকান্ড।এছাড়া আমাদের গর্বের শিক্ষিত উপজেলা বাউফলকে হয়তোবা মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা কঠিন হয়ে যাবে।

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে অনুগ্রহপুর্বক উক্ত বিষয়ে আপনার সরাসরি হস্তক্ষেপ ও তদারকি আশা করছি। 

বিনীত নিবেদক

মোঃ আমিনুল ইসলাম

Avatar

Written By : A.S.M. Feroz -আ. স. ম. ফিরোজ

Public

প্রথমেই ধন্যবাদ জানাই আমারএমপি টিমের সকল সদস্যদের।
 
আমার নির্বাচনী এলাকার ভোটার আমিনুল ইসলাম'কে ধন্যবাদ মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য।
আমি আ.স.ম ফিরোজ সব সময় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং মাদক প্রতিরোধে সব সময় কাজ করেছি।
উপজেলা প্রশাসন কে সাথে নিয়ে উপজেলায় মাদক বিরোধী সমাবেশ করছি, মাদক বিরোধী ক্যাম্পেইন করেছি।
পুলিশ প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠক করেছি।
 
মাদকের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান ছিল এবং আগামী সময়েও থাকবে।
 
"তারুণ্যের অঙ্গীকার মাদকমুক্ত সমাজ গড়বার"
এই স্লোগান কে সামনে এগিয়ে যেতে হবে আপনাদের।
 
আপনার কাছে, মাদক বিক্রি,মাদক সেবন সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন।
 
মাদক বেচাকেনা ও সেবন প্রতিরোধে আমার নির্বাচনী এলাকার সকলের সহযোগীতা কামনা করছি।
 
ধন্যবাদ,
 
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু