View Question 1846 views

Subject : বসত বাড়ি রাস্তায় কাঁটা তারের বেড়া

Avatar

Written By : MD IMRAN HOSSAIN

বরাবর

মাননীয় এমপি মহোদয়

পটুয়াখালী ২

বিষয়: বসত বাড়ির হাঁটা চলা পথে কাটা তারের বেড়া

জনাব,

সবিনয় নিবেদন এই যে আমার আপনার নির্বাচনি এলাকার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।আমরা আমাদের বসত বাড়ি চলার পথে অনেক সমস্যা আছি। দীর্ঘ দিন ধরে একটি লোক চলার পথে কাঁটা তারের বেড়া দিয়ে রাখছে।তাই ১০ পরিবার গৃহবন্দি হিসাবে আছে আমাদের ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসা ও কলেজে যেতে পারছে না।এই বিষয়েএকটি প্রথম আলো পত্রিকার রিপোর্ট প্রকাশ করা হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি।তাই আপনার কাছে আমাদের অনুরোধ রইলো এই বিষয়ে একটি সুরাহা করে দিন

নিবেদন

১ মোঃ মোতালেব

২ মোঃ মোসারফ

৩ মোঃরুহুল আমিন

৪মোঃ আক্কাস আলী

৫ মোঃ নুরুল ইসলাম

৬ মোঃ নজরুল ইসলাম

৭ মোঃ সাইফুল ইসলাম

৮ মোঃ ইউনুছ আলী

৯ মোঃ মাসুদ

১০ তরিকুল