View Question 2762 views

Subject : প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ স্থাপন প্রসঙ্গে

Avatar

Written By : habibur

আমরা গংগাচড়া উপজেলা বাসী প্রাচীন কাল থেকে মঙ্গা এলাকা নামে পরিচিত কিন্তু সরকার বিদ্যুৎ উৎপাদন করলেও গংগাচড়া উপজেলায় অনেক গ্রামে  বিদ্যুৎ সংযোগ দেওয়া হইনি, যার জন্য ঐ সকল স্থানে  উন্নয়ন ধীর গতিতে সম্পন্ন হচ্ছে , ফলে এ  সকল গ্রামে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা জরুরী , এ বিষয়ে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে ???????????????

Avatar

Written By : Md. Moshiur Rahman Ranga -মোঃ মসিউর রহমান রাঙ্গা

Public

প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ স্থাপন প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দেন রংপুর ১ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা। প্রশ্নটি করেন গংগাচড়া উপজেলার হাবিবুর রহমান। ভিডিও বার্তার মাধ্যমে এমপি মসিউর রহমান এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এ্যাম্বেসেডর এস এম সামিউল বাসার।