View Question 3255 views

Subject : ব্রীজ নির্মাণ প্রসঙ্গে

Avatar

Written By : Md.Abdullah Al Mamun(Shafi)

মানোনীয় মন্ত্রী মহোদয়,

গঙ্গাচড়া উপজেলার পাইকান কুঠিপাড়ায় দুটি গ্রাম বিভক্ত হয়েছে একটি নদী দ্বারা ।ফলে যাতায়াত সহ সার্বিক যোগাযোগ ব্যাহত হচ্ছে।তাই এ  অঞ্চলের মানুষের দীর্ঘ দিন এর চাওয়া একটি ব্রীজ। এ ব্যাপারে সরকার কী কোন পদক্ষেপ নিতে পারে?

 

Avatar

Written By : Md. Moshiur Rahman Ranga -মোঃ মসিউর রহমান রাঙ্গা

Public Featured

গংগাচরা উপজেলায় ব্রীজ নির্মাণ প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দেন রংপুর ১ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা। প্রশ্নটি করেন ঐ এলাকার আব্দুল্লাহ আল মামুন। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি মসিউর রহমান এর জবাব দেন।

প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গার কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এ্যাম্বেসেডর এস এম সামিউল বাশার।