View Question 2550 views

Subject : তিস্তার চরাঞ্চলে মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন প্রসঙ্গে

Avatar

Written By : Arjo

মাননীয় মন্ত্রী মহোদয়, আসসালামু আলাইকুম। আমি তিস্তা নদীর বাগডোকরা চরের ্একজন বাসিন্দা । আমাদের এই চরে আমরা যারা বসবাস করি তাদের সবার জীবন যাত্রার মান খুব নিচু, কারণ আমাদের এই চরের সাথে যোগাযোগ ব্যবস্থা, স্কুল, কলেজ ও কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান নেই। এছাড়াও কোন সাহায্যকারী সংস্থা সাহায্যের জন্য এগিয়ে আসে না । যার ফলে আমরা খুবেই অসহায় ভাবে বেঁচে আছি।   তাই মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন এই যে আমাদের এই অঞ্চলের  মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের কোন বাবস্থা গ্রহণ করলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব????