View Question 2211 views

Subject : সরকারী সাহায্য প্রদানের সময় ইউপি চেয়ারম্যান ও মেম্বারগনের টাকা গ্রহান প্রসঙ্গে

Avatar

Written By : habibur

মাননীয় মন্ত্রী মহোদয় ,আসসালামু আলাইকুম।

সরকার গরীব মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ও ডিজিটাল বাংলাদেশ সহ উন্নত দেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের  এই উপজেলার কিছু অসৎ ইউপি সদস্যের কারনে তা  ব্যাহত  হচ্ছে। কারন তাদের কাছে যে সরকারী  সাহায্য আসে তারা তা টাকার বিনিময়ে গরীবদের মাঝে বিলী করে  এবং কিছুটা নিজেরা আত্মসাৎ করে আত্মীয়স্বজনদের   দ্বারা। যার ফলে অসহায় মানুষগণ  সরকারী সাহায্য হতে  বঞ্চিত   হচ্ছে । সেই সাথে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারছে না। এবং এর ফলে সরকারের প্রতি তাদের আস্থা উঠে যাচ্ছে। তাই গরীবদের এই সাহায্য প্রদানে যাতে কোন প্রকার   দুর্নীতি না করে সঠিক ভাবে বণ্টন করা হয়। এর   জন্য কি সরকার কোন পদক্ষেপ নিয়েছে?

বিনীত,

হাবিবুর।