View Question 2836 views

Subject : রাস্তা ঘাট মেরামত প্রসঙ্গে

Avatar

Written By : ontor

মাননীয় এম পি মহোদয়, আমাদের এলাকায় যে সকল রাস্তা ঘাট পাকা করা হয়েছিল সে সকল রাস্তায় বহুদিন  যানবাহন চলাচলের ফলে বর্তমানে রাস্তা গুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে বিভিন্ন সময় দূর্ঘটনা ঘটছে , দূর্ঘটনা বন্ধে সরকার রাস্তা মেরামতে কি পদক্ষেপ নিয়েছে??? 

Avatar

Written By : Abul Kalam Md. Ahasanul Hoque Chowdhury -আবুল কালাম মোঃ আহ্‌সানুল হক চৌধুরী

Public

রাস্তা ঘাট মেরামত প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন রংপুর-২, আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোঃ আহ্‌সানুল হক চৌধুরী। আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন মোঃ অন্তর । এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর হাবিবুল বাশার। ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন; মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোঃ আহ্‌সানুল হক চৌধুরী।