Ambassador
View Question 3063 views
Subject : বেকার সমস্যা দুরীকরণ প্রসঙ্গে
Written By : habib
মাননীয় এমপি মহোদয় আমার সালাম নিবেন । আশা করি আপনি ভাল আছেন ।
আপনি জানেন যে, বর্তমানে বাংলাদেশে একটি প্রধান সমস্যা হচ্ছে বেকার বিশেষ করে আমাদের উত্তরঞ্চলের রংপুর জেলায় এই সমস্যাটি বেশী ।কারণ আমরা পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিচিত । এই সমস্যার ভুক্তভূগি আমি নিজেও । এই সমস্যা দূরীকরণে বর্তমান সরকার আমাদের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করেছে?
বিনীত
হাবিব
Written By : Abul Kalam Md. Ahasanul Hoque Chowdhury -আবুল কালাম মোঃ আহ্সানুল হক চৌধুরী
বেকার সমস্যা দুরীকরণ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন রংপুর-২, আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোঃ আহ্সানুল হক চৌধুরী। আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন মোঃ হাবিব । এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর হাবিবুল বাশার। ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন; মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোঃ আহ্সানুল হক চৌধুরী।