Ambassador
View Question 2713 views
Subject : তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট সেবা প্রসঙ্গে্।
Written By : Md. Nuruzzaman
মাননীয় এম পি মহোদয় আমার সালাম নিবেন। আমার প্রশ্ন হচ্ছে আপনার নির্বাচনী এলাকা তারাগঞ্জ উপজেলায় তথ্যপ্রযুক্তি ব্যাবহারে পিছিয়ে । আপনি জানেন যে বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট যুগ। কিন্তু আমাদের এলাকার যুব- সমাজ তথ্য প্রযুক্তি সম্পর্কে অনেক পিছিয়ে আছে। তাই এলাকাবাসীর প্রত্যাশা আপনার মাধ্যমে আমাদের এলাকায় তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট সেবা চালু করে দিলে আপনার নিকট চির কিরতজ্ঞ থাকব। সুতরং আপনার এ রকম কোন পরিকল্পনা আছে কি?
Written By : Abul Kalam Md. Ahasanul Hoque Chowdhury -আবুল কালাম মোঃ আহ্সানুল হক চৌধুরী
তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট সেবা প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন রংপুর-২, আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোঃ আহ্সানুল হক চৌধুরী।
আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন মোঃ আবির, এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর হাবিবুল বাশার।
ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন; মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোঃ আহ্সানুল হক চৌধুরী।