View Question 2990 views

Subject : মাদকের ভয়াবহতা ও মাদক প্রতিরোধ প্রসঙ্গে ।

Avatar

Written By : MD.ABDUL HAKIM

মাননীয় এম্‌, পি মহোদয় আসসালামুয়ালাইকুম আমি আপনার সংসদীয় এলাকার একজন নাগরিক।সবিনয় নিবেদন এই যে বর্তমান সময় মাদকের অধিক সহজলভ্যতা যুব সমাজকে ধ্বংসের  দিকে  ঠেলে দিচ্ছে । হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক নামক বিষ ।এবং এর বিরুদ্ধে  প্রশাসনের তৎপরতা খুব একটা  লক্ষনিও নয় ।যদি ও মাঝে মাঝে  দু একজন কে আটকের কথা শোনা যায় কিন্তু আইনের ফাঁক- ফোকর  এবং ক্ষমতার  জোরে তারা বেড়িয়ে এসে আবার পুরনো  বাবসায় জড়িয়ে পড়ে ।বর্তমানে মাদকের বিরুধে  চিরুনি অভিযানের পাশাপাশি দরকার জনসচেনতা মুলক কর্মকাণ্ড ।এ ছাড়ও আমাদের গর্বের  বদরগঞ্জ ও তারাগঞ্জকে হয়তোবা মাদকের ভয়াল গ্রাস  থেকে রক্ষা করা কঠিন  হয়ে যাবে ।তার পরও এই  ভয়াল গ্রাস  মাদক নামক বিষ থেকে রক্ষা পাওয়ার  জন্য আপনার  কাছে অনুরধ করছি।

অতএব জনাবের  নিকট আমার আকুল আবেদন এই যে অনুগ্রহ পূর্বক উক্ত বিষয়ে আপনার উপযুক্ত বাবস্থা গ্রহণে  আশা করছি ।

বিনীত নিবেদক,

আব্দুল হাকিম

Avatar

Written By : Abul Kalam Md. Ahasanul Hoque Chowdhury -আবুল কালাম মোঃ আহ্‌সানুল হক চৌধুরী

Public

বদরগঞ্জ ও তারাগঞ্জে মাদক ব্যবসার বিস্তার এবং মাদক দ্রব্যের সহজলভ্যতা এবং এর ভয়াভয়তা প্রসঙ্গে করা আরো একটি প্রশ্নের উত্তর দিয়েছেন রংপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মো আহসানুল হক চৌধুরী। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেছেন আব্দুল হাকিম। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর হাবিবুল বাশার। ভিডিওবার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী।