View Question 2542 views

Subject : তাড়াতাড়ি বিদ্যুৎ সুবিধা ভোগ করা প্রসঙ্গে ।

Avatar

Written By : mohammad abir

মাননীয় সংসদ সদস্য  আমার সালাম ও শুভেচ্ছা  নিবেন ।আপনি আমাদের জন্য দিনের পর দিন   যে উন্নয়ন করে যাচ্ছেন তা কখনো  ভুলাবার নয় । অতীতে অনেকে সংসদ সদস্য  নির্বাচিত হয়েছিল ।তারা কিন্তু এ রকম কোন  ধরনের উন্নয়ন করেন নাই ।আপনি নির্বাচিত হওয়ার পরপর  উন্নয়নের ধারা এগিয়ে চলছে অবিরত।আপনি আমাদের তারাগঞ্জে অনেক কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন ।তা কখনো তারাগঞ্জের মানুষ  ভুলতে পারবে না ।সত্যি আপনি মহান নেতা ।আপনার সাথে কারো তুলনা হয়না ।আপনার মতো নেতা পাইছি বলে আমরা আজ  গর্বিত ।আমার প্রশ্ন হচ্ছে তারাগঞ্জের  কুর্শা ইউনিয়নের (বুড়া পীরের ডাঙ্গায় )বিদ্যুৎ নেই ।এজন্য আমাদের পড়ালেখা সহ বিভিন্ন ধরণের সমস্যা হচ্ছে  ।এজন্য তাড়াতাড়ি বিদ্যুৎ প্রয়োজন ।আপনি গত ২২/০৭/২০১৭ ইং  তারিখে  শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্ভদনের সময় আমাদের বিদ্যুৎ সংযোগের প্রতিশ্রুতি দিয়েছেন ।তাই  আমরা কবে নাগাত  বিদ্যুৎ সুবিধা  পাব  ?

Avatar

Written By : Abul Kalam Md. Ahasanul Hoque Chowdhury -আবুল কালাম মোঃ আহ্‌সানুল হক চৌধুরী

Public

তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের বুড়া পীরের ডাঙ্গায় বিদ্যুৎ সংযোগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দিয়েছেন রংপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মো: এহসানুল হক চৌধুরী। আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেছেন মো: আবির। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর হাবিবুল বাশার। ভিডিওবার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী।