রংপুর মহানগরের বুক চিরে বয়ে যাওয়া প্রায় ১২২ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল।শ্যামাসুন্দরীর মতো একটি খাল কেবল রংপুরই নয়, বাংলাদেশেই বিরল। যথেষ্ট বরাদ্দ হলেও সংস্কার না হওয়ায় নগরীর বুক চিরে বয়ে চলা ১৮ কিলোমিটার খালটি নগরবাসীর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। খালের জীর্ণদশা, ময়লা, আবর্জনা ও দূষণে কালো হয়ে গেছে পানি। আর ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে এর পানি প্রবাহ। ধীরে ধীরে সৌন্দর্য হারিয়ে দখলে-দূষণে বিপর্যস্ত শ্যামা সুন্দরী খাল এখন মশার নিরাপদ প্রজনন ক্ষেত্র। সংস্কারের নামে লোপাট করা হয়েছে ২৫ কোটি টাকা। পানি প্রবাহ বন্ধ হয়ে পড়া ও খালটির সঙ্গে আশ পাশের বাড়ি-ঘরের পয়ঃনিষ্কাশনের সংযোগ থাকায় দুর্গন্ধের কারণে পার্কের পরিবেশ নষ্ট হচ্ছে। আগে শ্যামা সুন্দরী খালের প্রস্থ ছিল ১০০ ফুটের বেশি। কিন্তু এখন তা সর্বোচ্চ ৫২ ফুট। সংস্কারের সময় অবৈধ দখলমুক্ত না করায় এ খাল নালায় পরিণত হয়েছে। তারপরও যদি খালটি নির্দিষ্ট নিয়মে খনন করা হতো, তাহলে পানির প্রবাহ স্বাভাবিক থাকত। আপনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ভিডিওটি ধারন করা হয়েছে রংপুর চেকপোস্ট, RK রোড, রংপুর থেকে।