আপনার নির্বাচনী এলাকার ৬নং কাফ্রিখাল ইউনিয়নের 'বুজরুক তাজপুর' একটি অত্যান্ত অবহেলিত গ্রাম। আপনার মাধ্যমেই এই গ্রামে বিদ্যুতায়ন হয়েছে, স্কুলের একাডেমিক ভবন হয়েছে। এজন্য বুজরুক তাজপুর বাসী আপনার প্রতি চির কৃতজ্ঞ। কিন্তু এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা অত্যান্ত শোচনীয়। বর্ষাকালে এই গ্রামের মানুষ কাদাবন্দি হয়ে পড়ে। আশেপাশের কয়েকটি গ্রাম থেকে ছাত্র-ছাত্রীরা বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়তে আসে। কিন্তু বর্ষাকালে রাস্তার এই অব্স্থায় ছাত্র-ছাত্রী এমনকি শিক্ষকগণও স্কুলে আসতে পারেন না। জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্সও গ্রামে প্রবেশ করতে পারেনা, ফলে গ্রামবাসীকে সীমাহীন দূর্ভোগ সহ্য করতে হচ্ছে। রংপুর শহর থেকে মাত্র ১৫ কি.মি. দূরত্ব হলেও গ্রামবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। গ্রামে একটি বাজার থাকলেও রাস্তা না থাকায় বাজারটির মরমর অবস্থা। ফলে গ্রামবাসিকে দূরবর্তী মাঠেরহাট, শালমারা, জায়গীরহাটে যেতে হয়। কিন্তু বর্ষাকালে তারা কাদাবন্দী হয়ে পড়ে। ফলে জীবন যাত্রা অসহণীয় হয়ে পড়ে। তাই এই গ্রামের বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবী "মিয়ারহাট থেকে বুজরুক তাজপুর হয়ে ভাংনী বাজার পর্যন্ত" রাস্তাটি অনতিবিলম্বে পাকা করা হোক।