Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2024 views

Subject : রাস্তা পাঁকাকরন প্রসংগে

Avatar

Written By : Rasel Nur

মাননীয় মন্ত্রী মহোদয়, সালাম নিবেন এবং আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। চরফ্যাশন ও মনপুরাতে আপনি এতো উন্নয়ন করেছেন যে আপনার বিকল্প কেউ এই আসনে আসতে পারবে কিনা আমার জানা নেই। মনপুরা উপজেলার ২ নং হাজিরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খালেক বেপারির পুল সংলগ্ন পূর্বদিকে যাওয়া একটি কঁাচা রাস্তা এখনো পাকা হয়নি। অথচ ভোটের সময় আওয়ামী লীগের প্রতিনিধিরা সেই এলাকার জনগনকে প্রতিশ্রুতি দিয়েছিলো ক্ষমতায় এলেই রাস্তাটি পাকা হয়ে যাবে। এবং ওই এলাকার জনগনের এই একটাই দাবি ছিলো। আওয়ামী লীগ সরকার দুইবার ক্ষমতায় আসার পরেও সেই রাস্তাটি এখনো পাকা হয়নি। এর আগে বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে তারাও প্রতিশ্রুতি দিয়েছিলো রাস্তাটি পাকা করার। কিন্তু করেনি। এখন অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে সে এলাকার মানুষ রাস্তাটি পাকা হওয়ার আশা ছেড়েই দিয়েছে। সেই এলাকায় যোগ্য নেতৃত্ব তেমন একটা না থাকার কারনে জনগন এই আবেদনটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারছেনা। রাস্তাটির অবস্থা এতই খারাপ যে একটু বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে যায়।বর্ষাকালে রাস্তাটির কিছু কিছু জায়গায় প্রায় এক হাটু কঁাদা উপেক্ষা করে মানুষকে চলাফেরা করতে হয়।শিক্ষার্থীদের স্কুলে যাওয়া দুর্বিষহ হয়ে পড়ে।অথচ মনপুরার বাকি প্রায় সব রাস্তাই পাকা হয়ে গিয়েছে।প্রায় দেড়বছর আগে রাস্তায় নতুন করে মাটি ফেলা হয় পাকা করবে বলে।কিন্তু কোনো এক অজানা কারনে রাস্তাটি পাকা হবে হবে করে এখনো হচ্ছেনা।আমি বিশ্বাস করি এটি আওয়ামী লীগ সরকারের শাসনামলেই পাকা হয়ে যাবে।কিন্তু জনগনকে যাতে আর কষ্ট না করতে হয় সেদিকে লক্ষ্য করে রাস্তাটি অতি দ্রুত আগামী বর্ষার আগেই কাজটি করে ফেললে জনগনের অনেক উপকার হবে। এ ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের মতামত এবং সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। রাসেল নুর মনপুরা।