Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2492 views

Subject : চড় দখল করা প্রসজ্ঞে,

Avatar

Written By : Istranger Neel

মাননীয় মন্ত্রী মহোদয়, আসসালামু আলাইকুম, আমি মনপুরার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার আশু প্রদেক্ষেপ কামনা করি, তা হলো হাজির হাট ইউনিয়ন এর মিয়া জমির শাহ নামে একটি চর আছে যা বদনার চর নামেও পরিচিত, উক্ত চরটি কিছু দিন যাবৎ কতিপয় নেতা আপনার নাম বলে চর টা দখল করার জন্য গাছ কেটে উজার করে পেলেছে,এবং তারা জমি দিবে বলে সাধারণ মানুষ এর কাছ থেকে হাজার হাজার টাকা নিচ্ছে আপনার নাম করে, আপনার কাছে আমার প্রশ্ন উক্ত চর কি সরকারি ভাবে বন্দবস্ত দেওয়া হয়েছে না হবে, না হলে আপনার নাম বলে আপনার কতিপয় নেতা আপনার নামে বদনাম দিয়ে সাধারণ মানুষ এর কাছ থেকে কেন হাজার হাজার টাকা নিচ্ছে, আপনি এ বিষয়ে কোন প্রদক্ষেপ নিবেন কিনা, না হলে এতে করে আপনার আগামি নির্বাচনে এর প্রভাব পরবে বলে আমি মনে করি, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিজে গোপনে খবর নিয়া সাধারণ মানুষ কে প্রতারণার হাত থেকে বাছান, সাধারণ মানুষ এর দাবি আপনার কাছে, মানুষ আপনার কাছে আসতে চেয়েও পারেনা এদের ভয়ে, আপনার এ বিষয়ে  আশু হস্তক্ষেপ কামনা করি।

মোঃ আলমগির হোসেন, মনপুরা হাজির হাট ।