View Question 2219 views

Subject : কাচা রাস্তা পাকা করন প্রসঙ্গে

Avatar

Written By : শরৎ চন্দ্র রায়

মাননীয় এমপি মহোদয়,
আমার আদাব নিন।
কুড়িগ্রাম জেলার অন্তরভুক্ত রাজারহাট উপজেলায় ১নং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন এর অর্ন্তভূক্ত ভিমশর্মা গ্রাম। কাশেম বাজার থেকে ভিমশর্মা পর্যন্ত । প্রায় ৩ কিমি কাচা রাস্তা রয়েছে এবং সে রাস্তা দিয়ে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ যাতায়াত করে প্রতিদিন। রাস্তার পাশে ভিমশর্মা উচ্চবিদ্যালয়,হিন্দুদের শিববাড়ী সাবর্জনিন মন্দির, জামে মসজিদ ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আশেপাশের গ্রাম যেমন কিশামত গোবধা এলাকার মানুষ ও এই রাস্তা দিয়ে চলাচল করে এবং এলাকার স্কুল-কলেজ গামী ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। বর্ষা কাল বা সামান্য বৃষ্টি হলে এই রাস্তার বেহাল দশা/অচল অবস্থা হয়ে যায় ।
এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী এই রাস্তাটি যেন পাকা করা হয়। এতে আপনার সুদৃষ্টি কামনা করছি।
বিনীত
শরৎ চন্দ্র রায়