আমি সজীব বাড়ৈ আপনার আসনের ৬নং বাটাজোর ইউনিয়নের পূর্ব চন্দ্রহার গ্রামের একজন বাসিন্দা।
আমাদের গ্রামের শৌলকর থেকে ঘরাম বাড়ির পোল ১.৫থেকে ২কিলোমিটার রাস্তা পাকা করনের
কথা শুনছি অনেক দিন থেকে।কিন্তু এই রাস্তার কিছু অংশে ইট ফেলা হয়েছিলো অনেক দিন আগে যা কিনা এতো দিনে নষ্ট হয়ে গেছে , এবং পুরো রাস্তা কাদা হয়ে থাকে রাস্তার বিভিন্ন অংশ ভাঙ্গে খুবেই বাজে অবস্থা । আমাদের গ্রামের মানুষের চলাচলে বড়ই কষ্টে থাকে তারা । বর্ষার সময় শিশুদের শৌলকর প্রাথমিক বিদ্যালয়ে যেতে হাটু সমান কাঁদা মাড়িয়ে যেতে হয় ।
আপনার কাছে বিনিত নিবেদন এই যে উক্ত রাস্তাটুকু পাকা করন করলে অত্র এলাকার জনগণের অনেক উপকার হয়।
জননেত্রীর উন্নয়নে পরিপূর্ণ সফলতা আনতে আমাদের রাস্তাটুকুও যাতে অংশীদার হতে পারে সেজন্য আপনার কাছে সদয় মিনতি।
পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে জানতে চাই আমাদের রাস্তার কাজ কতদিনের ভেতরে শুরু হবে বলে মনে করেন??