View Question 5358 views

Subject : ১০টি উন্নয়ণমূলক কাজ ও আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি মহোদয়,

আমারএমপি ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আমরা আপনার সংসদীয় এলাকার জনগনের পক্ষ থেকে আপনার মাধ্যমে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এরকম ১০টি উন্নয়ণমূলক কাজ এবং আপনার আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে জানতে চাই।

বিনীত,

আমার এমপি ডট কম কর্তৃপক্ষ।

Avatar

Written By : Talukder Md. Yunus -তালুকদার মোঃ ইউনুস

Public

ধন্যবাদ আমারএমপি ডট কম  কতৃপক্ষ’কে আমাকে প্রশ্ন করার জন্য। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরালস কাজ করে যাচ্ছি। জনগনের সকল চাওয়া পাওয়া পূরনের আমরা বদ্ধপরিকর, উন্নয়নমূলক কাজ বলতে আমি আমার জনগনের মৌলিক অধিকার পূরনে কাজ করেছি এবং তাদের পাশে থাকার চেষ্টা করেছি।

১০ টি উন্নয়ন মূলক কাজঃ

১/ মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার সংসদীয় আসন বরিশাল-২ এর ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ল্যাব প্রতিষ্ঠা করেছি এবং আধুনিক কম্পিউটার প্রদান করেছি।

২/ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় ২৫ টির ও বেশী নতুন ভবন নির্মান করেছি।

৩/ আমার নির্বাচনী এলাকায় বাল্যবিবাহ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষ্যম হয়েছি এবং নারী শিক্ষা বৃদ্ধিতে সফল হয়েছি।

৪/ যুবকদের মাদকসেবন ও মাদক ব্যবসা ৮০ ভাগ নির্মূল করেছি এবং একটি বাড়ী একটি খামার ও যুবউন্নয়ন প্রকল্পের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি করেছি।

৫/ ৯০% বাড়িতে বিদ্যুৎ ব্যবস্থা করেছি ও উজিরপুর উপজেলার হারতায় বিদ্যুৎ সাবষ্টেশন হয়েছে।

৬/ বাইশরী লবনসাড়া গ্রামে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান করেছি।

৭/ আমার নির্বাচনী এলাকায় ১২ টি সাইক্লোন সেন্টার নির্মানের কাজ চলছে যা সমাপ্তির পথে।

৮/ খাদ্যের স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছি এবং খাদ্য উদ্বৃত্ত রয়েছে প্রায় ৪৫,০০০ মেট্রিকটন।

৯/ উজিরপুর নতুন পৌরসভা করা হয়েছে এবং বামরাইল নতুন ইউ.পি ভবন নির্মান করেছি, সাতলা ও জল্লায় নতুন ইউ.পি ভবন নির্মানের কাজ প্রক্রিয়াধীন।

১০/ আমার নির্বাচনী এলাকা উজিরপুর ৬৫ কিঃমি এবং বানরীপাড়া ৩৩ কিঃমি নতুন পাকা রাস্তা নির্মান করেছি ও দুই উপজেলায় ৫০ কিঃমি পাকা রাস্তা সংস্কার করেছি।

১১/ খাল পুনরুদ্ধার ও খাল খনন করেছি প্রায় ৫০ কিঃমি এবং সাতলা ও হারতা নদীর উপর ব্রিজ নির্মান সমাপ্তির পথে।

 আগামী বছরে পরিকল্পনা সমূহ:

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অব্যাহত রাখতে আমি আগামী দুই বছর যে সকল গুরুত্বপূর্ন পদক্ষেপ নিব তার কিছু অংশ তুলে ধরা হলো: 

১/ মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়ন আনবো।

২/ আমার নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে বিদ্যুৎ সরবারহ করবো।

৩/ কৃষি, শিক্ষা ও নারী উন্নয়নে কাজ করবো

৪/ যোগাযোগ ব্যাবস্থায় উন্নয়ন আনবো।

৫/ গ্রামীন আবকাঠামো উন্নয়নে কাজ করবো।

৬/ চিকিৎসা ব্যাবস্থা সহজতর ও উন্নয়ন করবো।

 

সকলকে অনেক অনেক ধন্যবাদ

জয় বাংলা

জয় বঙ্গবন্ধু

 

(এডভোকেট তালুকদার মোঃ ইউনুস)

   সংসদ সদস্য ১২০, বরিশাল-২