View Question 2327 views

Subject : ওটরা ইউনিয়ন অফিসে সময় মতো কেউ অফিসে আসেন না

Avatar

Written By : Sharif

মাননীয় এমপি,

ওটরা ইউনিয়ন অফিসে কর্মকর্তা কর্মচারী গন মনে হয় একেক জন জমিদার । তারা অফিসে সঠিক সময় মতো আসেন কি না সন্দেহ । দেখলাম বর্তমান সরকারের ইউনিয়ন পর্যায়ের ডিজিটাল সেবা অনুপস্হিত । রুম তালা মারা । অপরিষ্কার পরিবেশ । মনে হলো সরকারের টাকা অপচয় হচ্ছে এবং গোঁজামিল দিয়ে সব কিছু চলছে । ইউনিয়নের চেয়ারম্যান যদি সরকারের নির্ধারিত অফিসে না বসেন , তাহলে কোটি কোটি টাকা খরচ দালান নির্মান করা কেন ?  সরকারের ডিজিটাল সেবার কার্যক্রমও অনুপস্হিত কেন  ?

আমার প্রশ্ন আপনার নির্বাচনী এলাকায় যেন সকল সরকারী কর্মকর্তা কর্মচারী সঠিক সময় মতো অফিস পালন করে , এই বিষয় নিশ্চিত করনে সংসদে প্রশ্ন উত্থাপন করবেন কি না ? এবং এই ব্যাপারে আপনি কোন কার্যকরী ভূমিকা নিবেন কি না ?