“দুর্গা সাগর” থেকে বরিশাল শহরের দূরত্ব মাত্র ১২ কিলোমিটার। উঁচু পাড় জুড়ে সবুজ গাছের সারি, বিশাল দীঘির শান্ত জল, শীতকালে আসা বিদেশী পাখির মেলা, হরিণ ইত্যাদি কারণে
“দুর্গা সাগর” বরিশালের আপামর মানুষের কাছে অবসর কাটানোর অন্যতম কেন্দ্র হয়ে উঠছে ধীরে ধীরে।কিন্তু জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এই ট্যুরিস্ট স্পটটির সীমানা দেয়াল বেশ কয়েক জায়গায় ভাঙ্গা, পাড় ঘিরে চলার পথ সংকীর্ণ ও ভাঙ্গা।
এখানে নেই পর্যাপ্ত কোন আলোর ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত শৌচালয়ের অভাব। এর সাথে উচ্চ প্রবেশ মূল্য, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, স্থানীয়দের অবাধ প্রবেশ, বিদেশী পাখি শিকার, যত্র–তত্র ময়লা ফেলা,
কিছু দর্শনার্থীর অনৈতিক কাজকর্ম – এসব কারণে দিন দিন আকর্ষণ হারাচ্ছে জায়গাটি।এসব সমস্যার সমাধান করা গেলে “দুর্গা সাগর” হয়ে উঠতে পারে বরিশাল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পিকনিক স্পট।
গত ২২শে জুলাই ২০১৯ তারিখে সকাল ১১টার দিকে বাবুগঞ্জের মাধবপাশা থেকে আমার এমপির একজন ভলান্টিয়ার তার ক্যামেরায় ভিডিওটি ধারণ করেন।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব টিপু সুলতান এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।