Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1921 views

Subject : নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যাবস্থা গ্রহণ এবং নদী ভাঙ্গন কবলিত মানুষের পুনর্বাসন ব্যাবস্থা গ্রহণ প্রসঙ্গে

Avatar

Written By : Md. Ibrahim Islam Dulal

মানিনীয় সংসদ সদেস্য, আমি হিজলা থানার ৪ নং চর আবুপুর গ্রামের আপনার নির্বাচনী এলাকাধীন এক জন বাসিন্দা। বর্তমানে আমাদের বাড়ী আড়িয়াল খাঁ নদী গর্ভে বিলিন হয়ে গেছে। তাই আমরা গ্রাম ছেড়ে ঢাকায় বসবাস করছি। নিজের বাব-দাদার বাড়ী হারানো খুব কষ্টের। আমাদের মত অনেক পরিবার আছে যারা বাড়ী ঘর হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। আমি কয়েক দিন আগে ঐ গ্রামে গিয়েছিলাম। দেখালাম গ্রামটি নদী ভাঙ্গনের ফলে প্রায় বিলুপ্তির পথে। এমতাবস্তায় গ্রামবাসীর বাব-দাদার ভিটামাটি রক্ষায় এবং ক্ষতিগ্রস্থ পরিবারদের পুনর্বাসনের জন্যে আপনার সু নজর কামনা করছি। আশা করছি হিজলা থানার ৪ নং চর আবুপুর গ্রাম এবং এর বসবাসরত পরিবারের কথা ভেবে আপনি আসছে বাজেটে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন।