View Question 2620 views

Subject : বরিশাল জেলার ৬ হাজার ৪৫৬ জন বীর মুক্তিযোদ্ধার জুন ২০১৫ সালের বকেয়া সম্মানী ভাতা প্রসঙ্গে ।

Avatar

Written By : Sheakh Reyad Muhammad Noor

মাননীয় সংসদ সদস্য

যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনার সদয় অবগতির আকাঙ্ক্ষায় উপস্থাপন করা যাইতেছে যে, গত মার্চ মাসের প্রথম সপ্তাহে আমার এমপি ডটকমের মাধ্যমে এই মর্মে আপনাকে প্রশ্ন করেছিলাম যে, “বরিশাল জেলার ৬ হাজার ৪৫৬ জন বীর মুক্তিযোদ্ধার জুন ২০১৫ সালের বকেয়া সম্মানী ভাতা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার কোন সুযোগ রয়েছে কি না?”   আমার এমপি ডটকমের কার্যকরী উদ্যোগে এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনার আন্তরিকতার প্রমান দিয়ে, আপনি দ্রুততম সময়ে সেই মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে সদয় উত্তর প্রদান করে জানিয়েছিলেন যে, আগামী সংসদ অধিবেশনে বরিশাল জেলার ৬ হাজার ৪৫৬ জন মুক্তিযোদ্ধার জুন ২০১৫ সালের বকেয়া সম্মানী ভাতা প্রসঙ্গে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানাবেন।

এখন আপনার একজন ভোটার হিসেবে আমার বর্তমান প্রশ্ন, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করার সুযোগ পেয়েছিলেন কি? সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একজন জন-প্রতিনিধি হিসেবে এই বিষয়ে আপনার আর কি কিছু করনীয় আছে কি?  

ধন্যবাদান্তে,

শেখ রিয়াদ মুহাম্মদ নুর