View Question 2398 views

Subject : মুক্তিযোদ্ধা গেজেটে নাম প্রকাশ প্রসঙ্গে

Avatar

Written By : Robiul Islam

মাননীয় সংসদ সদস্য ,

আপনি প্রথমেই আমার সালাম নিবেন , আসসালামু আলাইকুম । আমি আপনার নির্বাচনী আসনের একজন নাগরিক । আমি আপনার নিকটে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে সাহায্য আবেদন করছি । আমার বাবা মরহুম সুলতান আহাম্মদ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন বীর সৈনিক। তিনি দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে জীবনের ঝুকি নিয়ে যুদ্ধ করেছেন।এতদিন সার্টিফিকেট খুঁজে না পাওয়ায় মুক্তিযোদ্ধা হিসাবে তার নাম নিবন্ধন করাতে পারিনি । অনেক খুঁজে সার্টিফিকেট পাওয়া গিয়েছে কিন্তু নতুন নিবন্ধনে নানা রকম হেনস্তার স্বীকার হতে হচ্ছে আমাদের । স্বাধীনতা অর্জনে যার অবদান জড়িত তাকে স্বীকৃতি পেতে হেনস্তার স্বীকার হতে হচ্ছে এটি খুবই মর্মাহত একটি বিষয় । এক্ষেত্রে আপনার সাহায্য প্রার্থী।