View Question 1625 views

Subject : রাস্তার জন্য আবেদন

Avatar

Written By : Tanjidul Islam Tansir

জনাব

সবিনয়ে নিবেদন এই যে, আমি আপনার আসনের ১২ নং রংগশ্রী ইউনিয়নের বিরাংগল গ্রামের একজন বাসিন্দা। বাকেরগঞ্জ থেকে আমাদের গ্রামের দিকে একটি পাকা রাস্তা আছে যা শিকদার বাড়ী পর্যন্ত, শিকদার বাড়ী থেকে আমাদের বিরাংগল খায়গো বাড়ী পর্যন্ত প্রায় এক কিলোমিটার মাটির রাস্তা, যা বর্ষাকালে কর্দমাক্ত হয়ে যায়।  শুকনো মৌসুমেও রাস্তাটির বেহাল অবস্থা থাকে।

আপনার কাছে বিনিত নিবেদন এই যে উক্ত রাস্তাটি পাকা করলে অত্র এলাকার বাসিন্দাদের অনেক উপকার হবে।

এলাকাবাসীর পক্ষে, 

তানজিদুল ইসলাম তানসির