View Question 5308 views

Subject : রাস্তা সংস্কারের জন্য আবেদন।

Avatar

Written By : Sabina Yeasmin

বরাবর
প্রিয় এমপি মহাদয়
ডাকবাংলো রোড, সবুজনগর, মঠবাড়িয়া। 
বিষয়ঃ রাস্তা সংস্কারের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা পিরোজপুর জেলার অন্তর্গত মঠবাড়িয়া উপজেলার, ডাকবাংলো রোড, সবুজনগর ৮ নং ওয়ার্ড এর এলাকা বাসিন্দা এখানকার সুলতান মাস্টার এর বাড়ি থেকে হামিদ মৃধা বাড়ি পর্যন্ত ৩৫০ মিটার রাস্তা ভাল না থাকায় যাতায়াত করার সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি কাঁচা হওয়ায় বৃষ্টি হলে হাঁটু পরিমাণ কাঁদা জমে চলাচলে বিঘ্ন ঘটায়। যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দুস্কর। এ রাস্তাটিই এই এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের একমাত্র পথ। বর্ষাকালে শিক্ষার্থীদের কষ্টের সীমা থাকে না। জরুরি অবস্থায় রোগী অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেয়া সম্ভব হয় না। 

অতএব, মহাত্মন সকাশে প্রার্থনা, অবিলম্বে রাস্তাটির সংস্কার সাধন করে অত্র এলাকার জনগণের দুর্দুশা লাবে আপনার মর্জি হয়।

ইতি,
এলাকাবাসীর পক্ষে,
সাবিনা ইসমিন