View Question 1551 views

Subject : কর্মসংস্থান ব্যাংকের শাখা মঠবাড়িয়ায় একান্ত প্রয়োজন

Avatar

Written By : Nayem Mahmud

বরাবর,
প্রিয় এমপি মহাদয় মঠবাড়িয়া উপজেলা প্রথম শ্রেণীর একটি পৌরসভা, আয়তন ৩৫৩.২৫ বর্গকিলোমিটার। জনসংখ্যা ২,৬২,৮৪১ জন প্রায়। যার মধ্যে ৮ শতাংশ লোক প্রবাসে থাকে। বেশির ভাগ লোক বেকার। কৃষক ও ক্ষুদ্র ব্যাবসায়ী রয়েছে তাদের ব্যাবসায়ের প্রসারের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসংস্থান ব্যাংকের শাখা মঠবাড়িয়ায় একান্ত প্রয়োজন। দেশের বেকার বিশেষ করে বেকার যুবদের কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণ।

মঠবাড়িয়ার পার্শবর্তী জেলা পিরোজপুর, উপজেলা পাথরকাটায় ও বেতাগী এই দুই উপজেলায় ব্যাংক কর্মসংস্থান ব্যাংকের শাখা রয়েছে।

কর্মসংস্থান ব্যাংকে ক্ষুদ্র ঋনের আশা নিয়ে জন্য সাধারণ মানুষের পার্শবর্তী জেলা ও উপজেলায় কষ্ট করে যেতে হয়। কর্মসংস্থান ব্যাংকের শাখা মঠবাড়িয়ায় না থাকায়, তাঁদের বুকে জমানো কষ্ট নিয়ে ফিরে আসতে হয়। বামনা ও পাথরকাটা উপজেলা থেকে মঠবাড়িয়া উপজেলা অনেক উন্নত, আয়তনের দিক থেকে অনেক বড় এবং অনেক লোকের বসবাস। কর্মসংস্থান ব্যাংকের সকল লেনদেন ও ক্ষুদ্র ব্যাবসায়ী ব্যাবসায়ের প্রসারের জন্য মঠবাড়িয়া শাখায় একান্তু প্রয়োজন।

উদ্যোক্তা
নাঈম মাহমুদ
মঠবাড়িয়া পৌর ডিজিটাল সেন্টার
মঠবাড়িয়া, উপজেলা।