View Question 2393 views

Subject : রাস্তা মেরামত প্রসঙ্গে!

Avatar

Written By : Piash rahman

মাননীয় সংসদ সদস্য!

মহোদয়, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, টাঙ্গাইল জেলা ধনবাডী উপজেলার পাইস্কা ইউনিয়নের অাপনার নির্বাচনী এলাকার মাধববাডী গ্রাম। খুব দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের গ্রাম হতে নল্ল্যা বাজার পর্যন্ত (১.৫ কিঃমি) রাস্তাটি গ্রামের সাধারণ জনগণ ও ছাত্র-ছাত্রীদের জন্য পাকা করা প্রয়োজন।  । কিন্তু কয়েক বছর যাবৎ রাস্তাটির অবস্থা খুবই শোচনীয় হয়ে পরে। এতে করে গ্রামের সাধারণ জনগন  ও ছাত্র-ছাত্রীদের স্কুলে চলাচলের মারাত্নক অসুবিধা হচ্ছে ।বিশেষ করে বর্ষার সময় রাস্তায় চালাচল প্রায় অসম্ভব হয়ে পডে । বর্তমানে সরকারের আমলে আপনার মাধ্যমে আপনার নির্বাচনী এলাকায় আমরা বিদ্যুৎ পেয়েছি।

সর্বশেষে AmarMP.com কে বিশেষ ধন্যবাদ আমি এবং আমার মত সারা বাংলাদেশের সাধারণ জনগণ কে মাননীয় সংদস্যদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য এই বিশাল উদ্যোগটি নেয়ার জন্য। AmarMP.com এর সকল টিম মেম্বারকে আন্তরিক আভিনন্দন জানাচ্ছি।

এলাবাসির পক্ষে,

পিয়াস রাহমান, গ্রাম:মাধববাডী ।