Ambassador
View Question 4425 views
Subject : ধনবাড়ী-কেন্দুয়া রাস্তা হইতে পি.টি,এস স্কুল পর্যন্ত( ০১ কিঃ মিঃ )পাকা রাস্তা পুনঃ মেরামত করণ প্রসংগে ।
Written By : Moshiur Rahman
মাননীয়,
সংসদ সদস্য মহোদয়,
সালাম ও শুভেচ্ছা নিবেন।আমি আপনার নির্বাচনী এলাকা ধনবাড়ী থানার পাইস্কা ইউনিয়নের প্যরিআটা গ্রামের বাসিন্দা। উন্নয়ন ও অাধুনিক উপজেলা গঠনে আপনার অবদান অনস্বীকার্য।আপনি নিশ্চই অবগত আছেন যে ,ধনবাড়ী-কেন্দুয়া রাস্তা হইতে পি.টি,এস স্কুলের পাকা রাস্তাটি জনবহুল ও গুরুত্তপুর্ন যা পুনরায় সংস্সকার করা প্রয়োজন।
মহোদয় সমীপে আমার প্রস্ন "ধনবাড়ী-কেন্দুয়া রাস্তা হইতে পি.টি,এস স্কুল পর্যন্ত( ০১ কিঃ মিঃ )পাকা রাস্তাটি" পুনঃ মেরামত করণের জন্য কোন পদক্ষেপ নিবেন কিনা?
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
বিনীত
মশিউর রহমান
ফোন: 01722829691
Written By : DR.MD. ABDUR RAZZAQUE - ড. মোঃ আব্দুর রাজ্জাক
ধনবাড়ি কেন্দুয়া রাস্তা থেকে- পিটিএস স্কুল পর্যন্ত, ১ কিলোমিটার পাকা রাস্তাটি পুনরায় মেরামত করণ প্রসঙ্গে, প্রশ্ন করেছেন, জনাব মশিউর রহমান। ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের উত্তর দিয়েছেন, টাঙ্গাইল ১ আসনের সংসদ সদস্য; ডক্টর মোহাম্মদ ‘আব্দুর রাজ্জাক’।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন, আমার এমপি ডট কমের এম্বাসেডর; “নুরুল হক”।