Ambassador
View Question 3283 views
Subject : পাইসকা নতুন বাজার হইতে বিলপাইসকা হয়ে অামন গ্রাম পযর্নত রাস্তাটি পাকা করণ প্রসংগে
Written By : Faruq Ahmed
মাননীয়,
সংসদ সদস্য মহোদয়,
শ্রদ্ধা ও সম্মান পুর্বক সবিনয় নিবেদন এই যে, পাইসকা নতুন বাজার হইতে বিলপাইসকা হয়ে অামন গ্রাম পর্যন্ত রাস্তাটি অতিব গুরত্বপুর্ন । আপনার একান্ত প্রচেষ্ঠায় ধনবাড়ী উপজেলার প্রায় সব রাস্তাই পাকাকরন করা হচ্ছে ।এমন্তবস্হায় মহোদয় সমীপে আকুল আবেদন অনতিবিলম্বে উল্লেখিত রাস্তাটি পাকাকরন করে জনগনের দীর্ঘ দিনের দুঃখ দুর্দশা দুরীভুত করবেন ।
মাননীয় মহোদয় সমীপে আমার জিজ্ঞাসা "পাইসকা নতুন বাজার হইতে বিলপাইসকা হয়ে অামন গ্রাম পযর্নত রাস্তাটি 2016-2017 অর্থ বছরে পাকা করনের কোন পরিকল্পনা রয়েছে কি?
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
বিনীত
মোঃ ফারুখ আহম্মেদ
পিতাঃ শামছুল হক
পাইস্কা,ধনবাড়ী
ফোনঃ 01913496076
Written By : DR.MD. ABDUR RAZZAQUE - ড. মোঃ আব্দুর রাজ্জাক
২০১৬-১৭ অর্থ বছরে, পাইসকা নতুন বাজার হতে বিলপাইসকা হয়ে- আমনগ্রাম পর্যন্ত; কাঁচা রাস্তাটি পাকা করণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা; এ বিষয়ে প্রশ্ন করেছেন; পাইসকা নিবাসী, মোহাম্মদ শামছুল হক। ভিডিও বার্তার মাধ্যমে, এ প্রশ্নের উত্তর দিয়েছেন টাঙ্গাইল ১ আসনের সংসদ সদস্য; ডক্টর মোহাম্মদ ‘আব্দুর রাজ্জাক’।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন, আমার এমপি ডট কমের এম্বাসেডর; “নুরুল হক”।