Ambassador
View Question 3051 views
Subject : ধনবাড়ীতে একটি স্থায়ী ষ্টেডিয়াম নির্মান প্রসংগে।
Written By : Humayun Kabir Manik
মাননীয় সংসদ সদস্য মহোদয়,
সালাম ও শুভেচ্ছা নিবেন। আমি মোঃ হুমায়ুন কবির মানিক, আপনার নির্বাচনী এলাকার একজন নাগরিক ও ক্রিড়া সংগঠক। উন্নয়ন ও আধুনিক উপজেলা গঠনে আপনার অবদান অনস্বিকার্য। আপনার ঐকান্তিক প্রচেষ্টায় ক্রিড়া ও সংস্কৃতিতে ধরবাড়ী অনেক অগ্রগামী। এমতাবস্থায় ধনবাড়ীতে একটি স্থায়ী ষ্টেডিয়াম নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে আপনার সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।
বিনীত নিবেদক,
মোঃ হুমায়ুন কবির মানিক
সাধারন সম্পাদক
ধনবাড়ী ক্রিকেট একাডেমী
Written By : DR.MD. ABDUR RAZZAQUE - ড. মোঃ আব্দুর রাজ্জাক
ধনবাড়িতে একটি স্থায়ী স্টেডিয়াম নির্মাণ প্রসঙ্গে, আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্ন করেছেন; ধনবাড়ি ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক; মোহাম্মদ হুমায়ুন কবির মানিক। ভিডিও বার্তার মাধ্যমে, এ প্রশ্নের উত্তর দিয়েছেন, টাঙ্গাইল ১ আসনের সংসদ সদস্য; ডক্টর মোহাম্মদ ‘আব্দুর রাজ্জাক’।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন, আমার এমপি ডট কমের এম্বাসেডর; “নুরুল হক”।