View Question 3718 views

Subject : "যদুনাথপুর ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্র" নির্মান প্রসঙ্গে

Avatar

Written By : Shofi uddin ahammed

মাননীয় সংসদ সদস্য মহোদয়,

সালাম ও শুভেচ্ছা নিবেন। আমি শফি উদ্দিন আহম্মেদ, আপনার নির্বাচনী এলাকা যদুনাথপুর ইউনিয়নের একজন বাসিন্দা। উন্নয়ন ও আধুনিক উপজেলা গঠনে আপনার অবদান অনস্বিকার্য। আপনার ঐকান্তিকপ্রচেষ্টায় শিক্ষা,যোগাযোগ, কৃষি, বিদ্যুত, স্বাস্হ্য সহ সার্বিক উন্নয়ন হয়েছে।  এমতাবস্থায় নব গঠিত"যদুনাথপুর ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্র" নির্মান  করা প্রয়োজন। যদিও  উল্লেখিত  ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্র" নির্মান  করার জন্য   স্হান ও জমি অধিগ্রহন করা হয়েছে ।

   অতএব মহোদয় সমীপে  আবেদন  যদুনাথপুর ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্র" নির্মানে আপনার সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।

বিনীত নিবেদক,
শফি উদ্দিন আহম্মেদ

মোবাইলঃ 01711237856

Avatar

Written By : DR.MD. ABDUR RAZZAQUE - ড. মোঃ আব্দুর রাজ্জাক

Public

যদুনাথপুর ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্র" নির্মান প্রসঙ্গে করা আরো একটি প্রশ্নের উত্তর দিলেন টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য জনাব ড. মোঃ আব্দুর রাজ্জাক।
 
যদুনাথপুর থেকে প্রশ্নটি করেন শফি উদ্দিন আহম্মেদ। উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর নুরুল হক।
 
এক ভিডিও বার্তায় তিনি বলেন-