Ambassador
View Question 3270 views
Subject : বানিয়াজান হইতে রাজারহাট পর্যন্ত সডক মেরামত করন প্রসংগে।
Written By : pijus kontha
মাননীয়,
সংসদ সদস্য মহোদয়,
সালাম ও শুভেচ্ছা নিবেন। উন্নয়ন ও অাধুনিক উপজেলা গঠনে আপনার অবদান অনস্বীকার্য। বার বার নির্বাচিত সংসদ সদস্য হিসাবে আমরা আপনার পারফরমেন্সে অত্যন্ত খুশী। আপ নি নিশ্চয়ই অবগত আছেন যে বানিয়াজান হইতে রাজারহাট পর্যন্ত সডকটি অত্যন্ত গুরুত্বপুর্ন বিধায় উল্লেখিত পাকা রাস্তাটি মেরামত করণে কোন পদক্ষেপ অপেক্ষামান বা চলমান আছে কি না, দোয়া করে যানাবেন?
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
বিনীত,
কামাল হোসেন
Written By : DR.MD. ABDUR RAZZAQUE - ড. মোঃ আব্দুর রাজ্জাক
বানিয়াজান হইতে রাজারহাট পর্যন্ত সডক মেরামত করন প্রসংগে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন টাঙ্গাইল - ১ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক। আমার এমপির মাধ্যমে প্রশ্নটি করেন মোঃ কামাল হোসেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর নুরুল হক। এক ভিডিও বার্তায় তিনি বলেন -