View Question 2459 views

Subject : টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার বিভিন্ন স্থানে বিপজ্জনক হয়ে উঠছে গ্যাস সিলিন্ডার বিক্রি !

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

বিস্ফোরক পরিদফতরের লাইসেন্স ও সরকারি নীতিমালা অমান্য করে ধনবাড়ী পৌরসভার বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডার।ওষুধ, পান-সিগারেট, মুদিখানা,কাপড়ের দোকানে এমনকি কেমিক্যাল যুক্ত হার্ড ওয়ার দোকানেও এসব গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে অবাধে।ভিডিওটিতে ধনবাড়ী বাজারের মহাসড়কের পাশে একটি হার্ডওয়ার দোকানের বাহিরে রাস্তায় রোদের মধ্যে ফেলে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। পাশেই মোটরসাইকের সার্ভিস সেন্টারের সামনে পেট্রোলিয়ামজনিত আগুন জ্বলতে দেখা যায়। যে কোন সময় এই অসচেতনতা ও অসতর্কতার ফলে ঘটতে পারে দুর্ঘটনা ।এসব দোকানে লাইসেন্স ছাড়াই এলপিজি সিলিন্ডার বিক্রি হলেও এখন পর্যন্ত ধনবাড়ী পৌরসভায় কোনো অভিযান পরিচালনা করতে দেখা যায়নি।অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রি রোধে এখন দেশব্যাপী অভিযান শুরু করলেও অদৃশ্য কারণে ধনবাড়ী পৌরসভায় কোনো অভিযান পরিচালনা না করায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি বাড়ছে।

ভিডিওটি গত ৩০ মে বিকাল ৫টা ২৮ মিনিটে ধনবাড়ী কলেজ রোড টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের পাশে থেকে আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারণ করা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি