View Question 1866 views

Subject : “টাঙ্গাইলে ধনবাড়ী সরকারি কলেজে কাজ শেষ হওয়ার দুবছর পার হলেও আজো উদ্বোধন হয়নি কোটি টাকার ভবন“

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

ধনবাড়ী সরকারি কলেজ প্রশাসন ও ঠিকাদারী প্রতিষ্ঠানের রহস্যজনক দর কষাকষির কারণে কাজ শেষ হওয়ার দু' বছর পরেও কলেজের চারতলা আধুনিক ভবনটি হস্তান্তর হয়নি ফলে উদ্বোধন ভাগ্যও এখন অনিশ্চিত হয়ে পড়েছে। কাজ শেষেও চালু না হওয়ায় ভবনটি পরিত্যক্ত অবস্থায় অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ। এতে সাধারন এলাকাবাসীসহ ছাত্র-ছাত্রীদের বাড়ছে ক্ষোভ ও ভোগান্তি । ভিডিওটি গত ৮ জুন ২০১৯ সকাল ৬ টায় ধনবাড়ী সরকারী কলেজে আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারণ করা হয়েছে। এ বিষয়ে টাঙ্গাইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি