View Question 1760 views

Subject : টাঙ্গাইল রাজারহাটের খোলায় স্কুল ও বসতবাড়ির অর্ধকিলোমিটার এর ভিতর অবৈধ ইটভাটা!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার ও ফসলি জমির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। এ ছাড়া কোনো সড়ক ও মহাসড়কের থেকে অর্ধকিলোমিটার দূরত্বে ইট ভাটা স্থাপন করতে হবে। কিন্তু এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধনবাড়ী উপজেলার রাজার হাট খোলা বাজারে গড়ে তোলা হয়েছে ইটভাটা। ইটভাটাটির সীমানা ঘেষে দক্ষিণ পাশে রয়েছে এমদাদিয়া দাখিল মাদ্রাসা ও কিন্ডার গার্টেন স্কুল, উত্তর ও পূর্ব পাশে রয়েছে জনবসতি এবং পশ্চিমে রয়েছে ফসলি জমি,মহাসড়ক ও রাজারহাট খোলা বাজার। স্থানটি কোনোভাবেই ইটভাটা স্থাপনের জন্য উপযুক্ত নয়। ইট পোড়ানোর ফলে পরিবেশ দূষণে এই এলাকার মাদ্রাসা ও বিদ্যালয়ের কোমলমতি সকল শিক্ষার্থীদের জনস্বাস্থ্য যেমন হুমকির মুখে অন্যদিকে গড়ে ওঠা জনবসতি,এই এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য, কৃষি ও কৃষকরা মারাত্মকভাবে ক্ষতির শিকার হচ্ছেন।

ভিডিওটি গত ১১জুন ২০১৯ দুপুর ১টা ২৩ মিনিটে রাজারহাট খোলা বাজার সংলগ্ন এলাকা থেকে আমার এমপির একজন ভলান্টিয়ারের ক্যামেরায় ধারণ করা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য ড.মোঃআব্দুর রাজ্জাক এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি