View Question 3187 views

Subject : রামপুর দক্ষিন পাড়ার কাঁচা রাস্তা পাকা করণ প্রসঙ্গে।

Avatar

Written By : Engineer Mohammad Kamrul Hasan

মাননীয় সংসদ সদস্য মহোদয়।

আসসালামু্আলাইকুম ওয়া রাহমাতিল্লাহি ওয়া বারকাতুহু। আশা করি আল্লাহ পাকের মেহেরবানীতে নিজের নির্বাচনী এলাকার লোকজনের খেদমত করার কাজে অনেক বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন।উপরে উল্লেখিত বিষয়ে বেশ কিছুদিন আগেই আপনার বরাবর একটি পিটিশন জমা দিয়ে ছিলাম কিন্তু আজ নাগাত কোন আপডেট না পেয়ে আজ কে আবার এখানে লিখতে বসলাম।

মাননীয় সংসদ সদস্য মহোদয়, আপনি দয়াকরে সংযুক্ত কয়েকটি ছবিতে আমাদের দক্ষিন পাড়ার কাঁচা রাস্তার অবস্থাটা এক্টু দেখুন যে আমাদের বাড়িতে যাতায়তের এ কি বেহাল অবস্থা?  "উন্নয় নের মহাসড়কে বাংলাদেশ" যখন মাননীয় প্রধানমন্ত্রীর বাস্তবতা ঠিক তখন ই আমাদের এলাকার রাস্তাঘাটের এই করুন দশা। আপনি তো আমাদের এলাকার ধুলা-বালির সব চিনেন তবু কেন আমাদের এই রাস্তা পাকা হয় না আমার বুঝে আসে না। বলবেন আমি তো বাজেট দেই আপনাদের এলাকার লোকাল নেতারা কাজ করে না অথবা আপনারা মাটি দেন আমি কাজ করি, আপনারা মাটি না দিলে আমি কিভাবে কাজ করবো ? সত্যি বলতেছি এই সব ডিপ্লোমেটিক কথা-বার্তা শুনতে শুনতে আমরা অস্থির হইয়া গিয়েছি। তাই আপনার কাছ থেকেও আমাদের আগের যামানার বাগা বাগা এমপি মন্ত্রীদের মতো  সেই পুরানো কথা নতুন করে শুনতে চাই না। আমরা সারা বছর যাতে বাড়ি-ঘড়ে অন্তত সিএনজি নিয়ে যাইতে পারি সেই অবস্থা দেখতে চাই। যে দেশে নিজেদের টাকা পদ্মা সেতু হইতে পারে সেই দেশে আমাদের এই রাস্তা করা অসম্ভব বললে এই  কথাটাও আমাদের বিশ্বাস করানো  অসম্ভব। বড় লজ্জা পাই যখন ঈদের ছুটিতে বউ বাচ্চা নিয়ে বাড়ি যাই আর রাস্তার এই বেহাল অবস্থা দেখে বউ বাচ্চারা বলে " আপনাদের নেতারা সব মইরা গিয়েছে নাকি জনগণের টাকা নিয়া ইউরোপ-আমেরিকা-মালশিয়া-সিংগাপুরে বাড়ি  বানায় নাকি ? "। তখনে উত্তরে বলার মতো কোন কথাই থাকে না। আমার ১০০ % বিশ্বাস বর্ষা মওসুমে যদি আপনি আপনার নিজের বউ-বাচ্চাদের নিয়া আমাদের এলাকায় বেড়াতে আসেন তাহলে  উনাদের কাছেই আপনি নিজেই খুব নাস্তানাবোদ হবেন। ওনারাই বলবেন "তুমি কি কর? তোমার এলাকার রাস্তা-ঘাট এতো খারাপ কেনো? আমার কথা বিশ্বাস না হলে  এই আপনি একবার আমাদের বাড়িতে বউ বাচ্চাদের নিয়ে বেড়াতে এসেই দেখেন। আমরা আপনাকে নিমন্তন দিয়ে রাখলাম।

আশা করি আপনার দ্রুত রেসপন্স পাব।