Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1551 views

Subject : সিলেটে রেললাইনের ব্রিজ রক্ষায় ব্যবহার করা হয়েছে বাঁশ ও কাঠ

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন। 

আখাউড়া-সিলেট রেললাইনের শায়েস্তাগঞ্জ থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে রেল সেতুতে ব্যবহার করা হয়েছে বাঁশ ও কাঠ। ব্রিটিশ আমলে তৈরিকৃত এসব রেললাইনের সংস্কার বাঁশ ও কাঠ দিয়ে করার ফলে ঝুঁকিতে আছে রেলে চলাচল করা সাধারণ যাত্রীরা। ঝুঁকিপূর্ণ এই রেল সেতুর উপর দিয়ে প্রতিদিন চলাচল করছে আন্তঃনগর ও মালবাহী ট্রেন। বর্তমানে রেল সেতুটি মারাত্বক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। রেলের স্লিাপার আটকে রাখার জন্যই ব্যবহার করা হয়েছে এই বাঁশ ও কাঠের। ভিডিওটি গত ৫জুলাই ২০১৯ তারিখে আমারএমপি ডটকমের একজন ভোলান্টিয়ারের ক্যামেরায় ধারণ করা। এ বিষয়ে হবিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গাজী মো.শাহনেওয়াজ মিলাদ এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি