দেশের হাতে-গোনা কয়েকটি ট্রমা সেন্টারের মধ্যে বাহুবল ট্রমা সেন্টার একটি৷ কিন্তু অযত্ন অবহেলায় পড়ে থাকা ট্রমা সেন্টারের বিল্ডিংটি দিনে দিনে হারাতে বসেছে তার সৌন্দর্য ৷ উদ্বোধনের আগেই বিল্ডিংটির পলেস্তারা এবং জানালার কাঁচ ভেঙে পড়ছে ৷
সরকার কয়েক কোটি টাকা ব্যয়ে বিল্ডিং নির্মাণ সম্পন্ন করলেও তা কোন কাজে আসছেনা, এমনকি বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটবর্তী হওয়া সত্বেও সদর হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের সুবিধার্থেও এটি ব্যবহার করতে পারছেননা। সরেজমিনে দেখা যায় যে হাসপাতালের বিশাল একটা জায়গা দখল করে প্রয়োজনবিহীন ভাবেই দাঁড়িয়ে আছে ট্রমা সেন্টারের বিল্ডিংটি ৷ এতে স্থানীয় অধিবাসীদের ভোগান্তি তো কমছেই না, উল্টো জেলা সদরের হাসপাতালের উপর চাপ বাড়ছেই ৷
বাহুবল উপজেলাবাসীর ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন, এটাই এলাকাবাসীর সবথেকে বড় দাবী এখন। ভিডিওটি গত ২১শে জুলাই ২০১৯ তারিখে বিকাল ৪টার দিকে আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারণ করা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ জনাব গাজী মোঃ শাহনেওয়াজ (মিলাদ গাজী) এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।