View Question 3711 views

Subject : ১০টি উন্নয়ণমূলক কাজ ও আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি মহোদয়,

আমারএমপি ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আমরা আপনার সংসদীয় এলাকার জনগনের পক্ষ থেকে আপনার মাধ্যমে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এরকম ১০টি উন্নয়ণমূলক কাজ এবং আপনার আগামী ২ বছরের উন্নয়ণ কর্মসূচী প্রসংগে জানতে চাই।

বিনীত,

আমার এমপি ডট কম কর্তৃপক্ষ।

Avatar

Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান

Public Featured

ধন্যবাদ  http://amarmp.com কর্তৃপক্ষ কে আমাকে প্রশ্ন করার জন্য। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। জনগণের সকল চাওয়া পাওয়া পূরণে আমি বদ্ধপরিকর। উন্নয়নমূলক কাজ বলতে আমি আমার জনগণের মৌলিক অধিকার পূরণে কাজ করেছি। তাদের পাশে থাকার চেষ্টা করেছি।

১০টি উন্নয়ন মূলক কাজঃ

১। ২০৪ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদীর উপর ৫৬০ মিটার দুটি বিশাল ব্রিজ নির্মাণ।
২। ৪৮৯ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী শাসন প্রকল্প বাস্তবায়ন।
৩। ৩০ কোটি টাকা ব্যয়ে হেলথ টেকনোলজি নির্মাণ।
৪। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতি করণ।
৫। শিক্ষকদের জন্য আধুনিক মানসম্মত যুগউপযোগী আইসিটি ট্রেনিং সেন্টার স্থাপন।
৬। ৮০% এলাকায় বিদ্যুাৎ নিশ্চিত করণ।
৭। স্কুল কলেজ মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান বজায় রাখার জন্য ফ্যাসিলিটিজ ভবন নির্মাণ।
৮। অসংখ্য পাকা রাস্তাঘাট নির্মাণ।
৯। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে দুটি পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ।
১০। ইসলামপুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করণ।

আগামী ২ বছরের পরিকল্পনা সমূহঃ

১। এলাকায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করণ।
২। খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম নির্মাণ।
৩। উপজেলায় সভা সেমিনারের জন্য আধুনিক মান সম্মত যুগউপযোগী অডিটরিয়াম নির্মাণ
৪। মুক্তিযোদ্ধাদের জন্য আবাসিক প্রকল্প নির্মাণ।
৫। সাধারণ জনগণের জন্য আবাসিক প্রকল্প নির্মাণ।
৬। এলাকায় অসমাপ্ত সকল উন্নয়নমূলক কাজ সমাপ্ত করণ।

ধন্যবাদান্তে,

মোঃ ফরিদুল হক খান (দুলাল)
সংসদ সদস্য
১৩৯, জামালপুর-২
সদস্য, স্বরাষ্ট মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়
সম্পর্কিত স্থায়ী কমিটি।