View Question 3285 views
Subject : মাননীয় এমপি মহোদ্বয় কে সেতু নির্মানের খবরের জন্য আবেদন পত্র ।
Written By : kobir ali
মাননীয় এমপি মহোদ্বয় -আপনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
আপনি বহ্মপুত্র নদের উপর দুটি বিশাল সেতু নির্মান করেছেন ইসলামপুর বাসীর যাতায়াত কল্যানার্থে - দুটি সেতুর মধ্যে একটি সেতু আমাদের গোয়ালেরচর ঘাট দিয়ে হওয়ার কথা ছিল -কিন্তু অনিবার্য কারন বশত সেটি আমাদের গোয়ালেরচর ঘাট দিয়ে না হয়ে -সভুকড়া গ্রামের ঘাট দিয়ে নির্মান করেছেন । পরে আমরা আপনার কাছে দাবি করেছিলাম আর একটি সেতু নির্মান করার জন্য -আপনি আমাদের গোয়ালেরচর মকবুলের ঘাট দিয়ে আর একটি সেতু নির্মানের ওয়াদা করেছেন - সেই সেতু সমপর্কে আপনার পরিকল্পনা টুকু একটু জানালে আপনার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করব ।
মোঃ-কবির হোসেন
ইউপি সদস্য -৯নং গোয়ালেরচর ইউনিয়ন পরিষদ।
Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান
সেতু নির্মাণ প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন জামালপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ ফরিদুল হক খান। আমার এমপি ডট কমের মাধ্যমে এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন ইউপি সদস্য মোঃ কবির হোসেন । এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি ফরিদুল হক এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহমেদ।