View Question 2978 views

Subject : এলাকার বিদ্যুত সমস্যা সমাধান প্রসঙ্গে

Avatar

Written By : abusaed

মাননীয় এমপি মহোদ্বয়  সালাম, নিবেন আশাকরি ভাল আছেন । গোয়ালেরচর ইউনিয়নের  সভুকুড়া আমাদের  গ্রাম বিদুৎত সমস্যায় জর্জরিত  । আমাদের এলাকায় যাতায়াত ব্যবস্থার অনেক ভাল থাকলেও । বিদুৎত সমস্যা টুকু প্রকট । আধুনিক এই যুগে আমরা এখনো বিদুৎত সমস্যার  কারনে  এগিয়ে যেতে পারছি না  । বিদুৎত সমস্যা সমাধানে আপনার পরিকল্পনা টুকু জানালে আপনার প্রতি কৃজ্ঞতা  প্রকাশ করব ।

       মোঃ আবু ছাইদ

ইউপি সদস্য - ৬নং  ওয়ার্ড -

গোয়ালেরচর  ইউপি পরিষদ

 

Avatar

Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান

Public

এলাকার বিদ্যুত সমস্যা সমাধান প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন জামালপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ ফরিদুল হক খান। আমার এমপি ডট কমের মাধ্যমে এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন ইউপি সদস্য মোঃ আবু ছাইদ। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি ফরিদুল হক এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহমেদ।