View Question 3118 views

Subject : রাস্তা সংস্কার প্রসঙ্গে ।

Avatar

Written By : azom member

মাননীয় - এমপি - সালাম নিবেন আশা করি ভাল আছেন -  আপনার উন্নয়নে আমরা  ইসলামপুর বাসী  তথা গোয়ালেরচর বাসী গর্বিত - আপনি আমাদের গোয়ালেরচর ইউনিয়নে উন্নয়নের পূর্ণতা দিয়েছেন । কিন্তু কিছু সামান্য কাচা ভাঙ্গা রাস্তা ঘাটের জন্য  আমাদের চলাচলের ব্যাপক অসুবিধা হচ্ছে । যেমন আপনি অনেক চেষ্টা করে ইসলামপুর বহ্মপুত্র নদের উপর  দিয়ে ব্রিজ নির্মান করে ব্রিজের পূর্ব পাশ থেকে সভারচর পর্যন্ত পাকা রাস্তা নির্মান করে দিয়েছেন - কিন্ত সভারচর থেকে মহলগিরী বাজার পর্যন্ত - পাকা রাস্তা টুকু নির্মান করেননী - এমনকি রাস্তা টা অতি বৃষ্টি বন্যার কারনে বিগত দিনে ভেঙ্গে গেছে - কেহ সেটা মেরামতের উদ্যোগ গ্রহন করে নাই - এমতা অবস্থায় - আমাদের চলাচলের জন্য ব্যাপক অসুবিধায় পড়তে হচ্ছে -  রাস্তা টুকু মেরামত করে পাকা করে দিলে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব । আমাদের এলাকার জনগন ব্যাপক উপকৃত হবে ।

আজম মন্ডল

যুগ্ন সাধারন সম্পাদক

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ

Avatar

Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান

Public

রাস্তা পাকাকরণ প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন জামালপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ ফরিদুল হক খান। আমার এমপি ডট কমের মাধ্যমে এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আজম মন্ডল । এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি ফরিদুল হক এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহমেদ।

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 111: file_put_contents(/var/www/amarmp.com/public_html/storage/framework/sessions/3dfd0d513e87bbbcea5f696e49bdaac62fbc7f23): failed to open stream: No space left on device

  1. in Filesystem.php line 111
  2. at HandleExceptions->handleError()
  3. at file_put_contents() in Filesystem.php line 111
  4. at Filesystem->put() in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write() in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate() in Kernel.php line 155
  8. at Kernel->terminate() in index.php line 56