View Question 3013 views
Subject : রাস্তা সংস্কার প্রসঙ্গে ।
Written By : azom member
মাননীয় - এমপি - সালাম নিবেন আশা করি ভাল আছেন - আপনার উন্নয়নে আমরা ইসলামপুর বাসী তথা গোয়ালেরচর বাসী গর্বিত - আপনি আমাদের গোয়ালেরচর ইউনিয়নে উন্নয়নের পূর্ণতা দিয়েছেন । কিন্তু কিছু সামান্য কাচা ভাঙ্গা রাস্তা ঘাটের জন্য আমাদের চলাচলের ব্যাপক অসুবিধা হচ্ছে । যেমন আপনি অনেক চেষ্টা করে ইসলামপুর বহ্মপুত্র নদের উপর দিয়ে ব্রিজ নির্মান করে ব্রিজের পূর্ব পাশ থেকে সভারচর পর্যন্ত পাকা রাস্তা নির্মান করে দিয়েছেন - কিন্ত সভারচর থেকে মহলগিরী বাজার পর্যন্ত - পাকা রাস্তা টুকু নির্মান করেননী - এমনকি রাস্তা টা অতি বৃষ্টি বন্যার কারনে বিগত দিনে ভেঙ্গে গেছে - কেহ সেটা মেরামতের উদ্যোগ গ্রহন করে নাই - এমতা অবস্থায় - আমাদের চলাচলের জন্য ব্যাপক অসুবিধায় পড়তে হচ্ছে - রাস্তা টুকু মেরামত করে পাকা করে দিলে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব । আমাদের এলাকার জনগন ব্যাপক উপকৃত হবে ।
আজম মন্ডল
যুগ্ন সাধারন সম্পাদক
ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ
Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান
রাস্তা পাকাকরণ প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন জামালপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ ফরিদুল হক খান। আমার এমপি ডট কমের মাধ্যমে এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আজম মন্ডল । এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি ফরিদুল হক এর জবাব দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহমেদ।