View Question 2977 views
Subject : ব্রিজ নির্মান প্রসঙ্গে ।
Written By : asor uddin
মাননীয় এমপি - মহোদ্বয় সালাম নিবেন আশা করি ভাল আছেন । আমাদের চলাচলের সুবিধার্থে আমাদের এলাকার প্রধান রাস্তাটা আপনি পাকা করে দিয়েছেন । বিগত বন্যার কারনে মাননীয় এমপি মহোদ্বয় আমাদের চলাচলের প্রধান রাস্তায় মালমারা মাদ্রার পশ্চিম পাশের ব্রিজটা ভেঙ্গে যাওয়ায় আমাদের চলাচলের অনেক অসু্বিধা হচ্ছে । এমতা অবস্থায় আপনার হস্তক্ষেপে জরুরি ভিত্তিতে একটি ব্রিজ নির্মা্ন করলে আপনার প্রতি আমরা কৃজ্ঞতা প্রকাশ করব ।
মো: আছর উদ্দিন
মালমারা
Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান
ব্রিজ নির্মান প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন জামালপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ ফরিদুল হক খান। আমার এমপি ডট কমের মাধ্যমে এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন মো: আছর উদ্দিন। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি ফরিদুল হক এর জবাব দেন।এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর শেখ শিপন আহমেদ।