View Question 3096 views
Subject : রাস্তা মেরামত প্রসঙ্গে ।
Written By : hasan
জনাব আপনার প্রতি শ্রদ্ধা সালাম রইল । মাননীয় এমপি মহোদ্বয় আমাদের পোড়ার চর বাজার থেকে নাপিতেরচর বাজারের রাস্তা টুকু ইতিপূর্বে ভাল থাকলেও বর্তমান রাস্তা টুকুর অবস্থা খুব খারাপ । আমাদের এলাকাবাসীর চলাচলের জন্য ব্যাপক অসুবিধা হচ্ছে । আমাদের এই রাস্তা টুকু মেরামতে উদ্যোগ গ্রহন করলে আপনার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করব । আমাদের চলাচলের কষ্টের লাগব হবে ।
হাসান
Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান
জামালপুর২ আসনের ইসলামপুর নিবাসি, জনাব হাসান, আমার এমপি ডট কমের মাধ্যমে; পোড়ারচর বাজার থেকে নাপিতেরচর বাজার পর্যন্ত, রাস্তা মেরামত প্রসঙ্গে জানতে চেয়েছেন। ভিডিওবার্তার মাধ্যমে এ প্রশ্নের উত্তর দিচ্ছেন জামালপুর২ আসনের সংসদ সদস্য, মোহাম্মদ ফরিদুল হক খান।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন, আমার এমপি ডট কমের এম্বাসেডর; শেখ শিপন আহমেদ।