View Question 2997 views
Subject : ইসলামপুর হ্যালথ টেকনোলজি উদ্বোধন প্রসঙ্গেঃ-
Written By : korim
শ্রদ্ধীয় নেতা / শ্রদ্ধীয় এমপি মহোদ্বয় সালাম রইল । আপনি আমাদের ইসলামপুর বাসীকে একটি চমক- বিশাল কিছু উপহার দিয়েছেন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে - সেটি হলো ঃ ইসলামপুর হ্যালথ টেকনোলজি । এটি আমাদের এলাকার জন্য ব্যাপক একটা অর্জন । এটি কবে নাগাদ উদ্বোধন হবে - আমাদের একটু জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি ।
করিম
Written By : Md. Faridul Haque Khan -মোঃ ফরিদুল হক খান
ইসলামপুর হেলথ টেকনোলজি উদ্বোধন প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিয়েছেন, জামালপুর২ আসনের সংসদ সদস্য; মোহাম্মদ ফরিদুল হক খান। আমার এমপি ডট কমের মাধ্যমে, এলাকা বাসীর পক্ষে প্রশ্নটি করেছেন; জনাব করিম। ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন, এমপি মোঃ ফরিদুল হক খান।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন, আমার এমপি ডট কমের এম্বাসেডর; শেখ শিপন আহমেদ।